গোলাপগঞ্জ থানার এস আই অঞ্জন চন্দ্র সরকারের বিরুদ্ধে তিন লক্ষ টাকা উৎকোচের অভিযোগে সিলেট পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলার এখলাছপুর গ্রামের জয়নাল আবেদীন এ অভিযোগ করেন। মামলার বাদী জয়নাল আবেদীনের কাছ থেকে এক লক্ষ টাকা উৎকোচ নিয়ে আরো ২ লক্ষ টাকা না দেওয়ায় জয়নাল আবেদীনকে মিথ্যা মামলা দিয়ে কারাগারের প্রেরণের হুমকি দেন। এস আই অঞ্জন সরকারের বিপি নং- ৮২০২০৯৬৫৩৫। তিনি জয়নাল আবেদীনের গোলাপগঞ্জ জি আর ১৪৪/২৫নং মামলার তদন্তকারী কর্মকর্তা।
জয়নাল আবেধীনের অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৩/০৭/২০২৫ ইং জয়নাল আবেদীনের বসতবাড়ী দখলের উদ্দেশ্যে একই গ্রামের তাজ উদ্দিনরা শতাধিক লোকজন নিয়ে হামলা করে জয়নাল আবেদীনের পক্ষের ৬জন লোক গুরুতর আহত হন। এ ঘটনা নিয়ে তিনি ১৪/০৭/২০২৫ ইং ৬০ জনকে আসামী করে গোলাপগঞ্জ থানায় মামলা তদায়ের করেণ। এ মামলার তদন্তকারী কর্মকর্তা হন এস আই অঞ্জন চন্দ্র সরকার। তিনি তদন্ত দায়িত্ব পাওয়ার পর আসামীদের গ্রেফতার না করে বরং বাদীকে আসামীদের সাথে আপোষ মীমাংসা করার চাপ দেন। বাদীকে মামলার আসামী গ্রেফতার ও চার্জশটি প্রদানের কথা বলে তিনি নগদ ১ লক্ষ টাকা নেন। পরবর্তীতে আরো ২ লক্ষ টাকা দেওয়ার জন্য বলেন। বাদী ২ ল্খস টাকা দিতে অপারাগত হলে তিনি আসামীদের সাথে মিলে কোন ধরনের আদালতের অনুমতি ব্যতিরেকে চার্জশীট না দিয়েই জখমীদের অপূর্নাঙ্গ মেডিকেল রিপোর্ট আদালতে প্রেরণ করে আসামীদের জামিনের সহযোগিতা করেন। বাদী জয়নাল আবেদীনকে আসামীদের তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত মেডিকেল রিপোর্ট এ নারাজি প্রদান করতে নিষেধ দেন। এমনকি না রাজি দিলে তাকে ও তাহার পরিবারের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণের হুমকি দেন। এ নিয় জয়নাল আবেদীন বুধবার সিলেট পুলিশ সুপার বরাবর এসআই অঞ্জন সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য এসআই অঞ্জন সরকারের নাম্বারের (০১৭১৩-৬৮০৩৩৪) একাধিকবার কল দিয়ে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।