রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

অধিকাংশ আইটি কোম্পানির আর্থিক অবস্থার অবনতি

ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত অধিকাংশ আইটি কোম্পানির আর্থিক অবস্থার অবনতি হয়েছে। তালিকাভুক্ত ১১টি আইটি কোম্পানির মধ্যে মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে মাত্র তিনটির। আটটি কোম্পানির মুনাফার হার কমেছে। এর মধ্যে লোকসানে পড়েছে তিনটি প্রতিষ্ঠান।

মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি পাঁচটি কোম্পানির সম্পদেও নেতিবাচক প্রভাব পড়েছে। একটি কোম্পানিতে দেখা দিয়েছে নগদ অর্থের সংকট। আর যে তিনটি কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে, তাদের সম্পদের পরিমাণও বেড়েছে।

মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ার কারণ হিসেবে খাত সংশ্লিষ্টরা বলছেন, আমদানিতে নেতিবাচক প্রবণতা রয়েছে। আবার আমদানি ব্যয়ও বেড়ে গেছে। ফলে প্রতিষ্ঠানের খরচ বেড়েছে। এছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণে কোনো কোনো প্রতিষ্ঠানের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে মানুষ খরচ বাঁচানোর জন্য কমিয়ে দিয়েছে কেনাকাটা। এসব কিছুর কারণে নেতিবাচক প্রভাব পড়েছে মুনাফায়।

মুনাফায় প্রবৃদ্ধি হওয়া কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কোনো কোনো প্রতিষ্ঠান ব্যবসা সম্প্রসারণ করেছে। অফিসের পাশাপাশি কেউ কেউ বাসা-বাড়িতে ইন্টারনেট সংযোগ দিচ্ছেন। ফলে গ্রাহকের সংখ্যা বেড়েছে। আর গ্রাহকের সংখ্যা বাড়ায় বেড়েছে মুনাফা।

নিয়ম অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রতি তিন মাস পরপর আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়। এরই আলোকে তালিকাভুক্ত ১১টি আইটি কোম্পানি চলমান হিসাব বছরের প্রথম ছয় মাসের (২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) প্রতিবেদন প্রকাশ করেছে।

আমরা ব্যবসা সম্প্রসারণ করেছি। অফিসের পাশাপাশি বাসা-বাড়িতে ইন্টারনেট সংযোগ দিচ্ছি। ফলে আমাদের গ্রাহক সংখ্যা বেড়েছে। ম্যানেজমেন্ট চেষ্টা করলে ভালো করার জন্য, তারই ফলস্বরূপ মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে।- অগ্নি সিস্টেমের কোম্পানি সচিব আল হেলাল মো. মওদুদ আহমেদ

প্রতিষ্ঠানগুলোর এই প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে এডিএন টেলিকম, অগ্নি সিস্টেম এবং আইটি কনসালট্যান্টস- এই তিনটি কোম্পানির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে।

এর মধ্যে মুনাফায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে অগ্নি সিস্টেমের। কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৪ সালের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৯২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এই মুনাফা ছিল ৫৮ পয়সা। অর্থাৎ, শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৪ পয়সা বা ৫৯ শতাংশ।


এই ক্যাটাগরীর আরোও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর