শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে….. ভিসি প্রফেসর ড. এ,এম সারওয়ার উদ্দিন চৌধুরী সিলেটে বন্ধ্যা দম্পতির সন্তান জন্মদানের চিকিৎসা নিয়ে সিলেট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’র যাত্রা শুরু শহিদ ওয়াসিম ব্রিগেডের বিশ্বনাথ উপজেলা কমিটি অনুমোদন সিলেটে দুই দিনব্যাপী হাছন উৎসব শুরু ফেসবুকে লিংক শেয়ারকারীদের জন্য দুঃসংবাদ ‘ভিজে যাচ্ছিল পোশাক, ভয়ে কাঁপছিলাম’ ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার বাংলাদেশ হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজিপি

সিলেটে ৬ সন্ত্রাসীর বিরুদ্ধে আদালতে মামলা

রিপোর্টারের নাম :
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট :
সিলেটে ৬ সাইবার সন্ত্রাসীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার গোলাপগঞ্জের বাঘা ইউপির এখলাছপুর গ্রামের জয়নাল আবেদীন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে একটি বিশেষ সংস্থাকে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সাইবার সন্ত্রাসীরা হলেন, একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে এমরান আহমদ, জালাল উদ্দিনের ছেলে জুনেদ আহমদ, ছালিম উদ্দিনের ছেলে হোসাইন আহমদ, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলা উদ্দিনের ছেলে আওয়ামী সন্ত্রাসী তাজ উদ্দিন, আজমত আলীর ছেলে ওয়াহাব আলী ও জহির আলীর ছেলে যুবলীগ ক্যাডার আব্দুল্লাহ মিয়া।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, ১নং আসামী এমরান আহমদ দীর্ঘদিন যাবত বাদী জয়নাল আবেদীন ও তার পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডিসহ বিভিন্ন বেনামে ফেক আইডির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। তিনি যুবলীগ ক্যাডার আব্দুল্লাহ মিয়া মিলে এসব ফেক আইডির মাধ্যমে গ্রামের ও ইউনিয়নের মেম্বারসহ সজ্জ্বন ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দিয়ে যাচ্ছেন। এসব মিথ্যা পোস্ট আওয়ামী সন্ত্রাসী তাজ উদ্দিনের নির্দেশনায় অন্যান্য আসামীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ওয়াটস্এপ, ইমুর মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে প্রেরণ করেন। গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে তাদেরকে শনাক্ত করে এসব অপপ্রচারের কারণ জিজ্ঞাসা করলে তারা ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে জানান। কিন্তু অধ্যাবদি তারা বিরত না হয়ে বরং আরো নতুন নতুন ফেক আইডি খুলে জোরে সোরে অপপ্রচার চালাচ্ছেন। তারা বিভিন্ন কৌশলে জয়নাল আবেদীনের কাছে মোটা অংকের চাঁদা দাবী করছেন। অন্যতায় তারা এসব অপকর্ম চালিয়ে যাবে বলে ঘোষণা করছেন। যুবলীগ ক্যাডার আব্দুল্লাহ জয়নাল আবেদীনের কাছে সরাসরি ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেছেন বলে তিনি জানিয়েছেন। শীঘ্রই যুবলীগ ক্যাডার আব্দুল্লাহসহ চাঁদাবাজদের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা দাখিল করবেন বলে জয়নাল আবেদীন জানান।


এই ক্যাটাগরীর আরোও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর