মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করছে সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, “মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফেরানোর জন্য আমরা ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন জানিয়েছি। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার প্রক্রিয়াটি বিবেচনা করছি।”
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাইয়ের অভ্যুত্থান-পরবর্তী মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় দেন। রায়ে হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়া আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ড হয়।
শেখ হাসিনা ও কামাল ৫ আগস্টের পর থেকেই ভারতে অবস্থান করছেন বলে জানা যায়। রায়ের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রত্যর্পণে ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানায়।
আইন উপদেষ্টা বলেন, “ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। দোষী সাব্যস্ত আসামিদের ফেরত দেওয়ার ক্ষেত্রে এখন তাদের অতিরিক্ত দায়িত্ব রয়েছে। বাংলাদেশের জনগণের বিচারের আকাঙ্ক্ষা পূরণে ভারত তাদের দায়বদ্ধতা পালন করবে বলে আমরা আশা করি।”
এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “আপনার প্রশ্নে যতটা আশাবাদ আছে, আমাদের আশাবাদও ঠিক ততটাই।”
রায়ের পর থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও মন্তব্য করেন- ভারত বাংলাদেশের অনুরোধ মেনে নেবে বলে তিনি মনে করেন না।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও এই ঘটনা বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য বড় ধরনের কূটনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে।