শাহেদ আছলাম: যুব মহিলা লীগ সিলেট মহানগর এর সাংগঠনিক সম্পাদক,পাথর কোয়ারী এলাকাগুলোতে ভয়ংকর লেডি চাঁদাবাজ,আন্তর্জাতিক ব্লাকমেইলার,সিলেটে সকল চিনি কান্ডের সক্রিয় চাঁদাবাজ,নারী স্মাগলার,পতিতা সাপ্লায়ার,মক্ষীরানি লাকি আহমেদ এর ইদানীং টিকটক আইডি Lucky Ahmed-এ একজন নতুন প্রেমিক নিয়ে স্ট্যাটাস,রোমান্টিক গান দিয়ে প্রেমিক পুরুষের ছবি ভিডিও মুখে স্টিকার লাগিয়ে শেয়ারিং করতে দেখা যায়।প্রেমিকের ভিডিও ও ছবি গান সহ শেয়ারিং এর পোস্টে My Love হিসেবে উল্লেখ করেন লাকি আহমেদ।দফায় দফায় এই পোস্ট ঘিরে নেটিজনদের ভাবিয়ে তুলছে অনলাইন জুড়ে বিষয়টি বর্তমানে ভাইরাল।অনেকেই বলছেন এই পুরুষকেও লাকি মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ব্লাকমেইল করবেন!বিগত দিনে লাকি শত শত যুবকের সাথে অভিনব কৌশলে প্রতারণা,টাকা হাতিয়ে নেওয়া সহ অনেকের কাছ থেকে জায়গা-জমিও নিজের নামে রেজিস্ট্রারী করেন।অনেকেই মানসম্মান এর ভয়ে সে তখন যাই বলে অনেকে তটস্থ হয়ে তার ডাকে সাড়া দেন।নতুবা ধর্ষণ মামলা সহ বিভিন্ন প্রকার মামলায় হয়রানি করেন লাকি সহ তার সাজানো চক্র!ইদানীং জেলা শ্রমিক দলের দুজন নেতাকেও হুমকি,চাঁদাবাজি সহ ব্লাকমেইলিংয়ের নতুন চমকপ্রদ বিষয় নিয়ে গুঞ্জন উঠেছে।এই নিয়ে বিস্তারিত আগামী পর্বে!চোখ রাখুন অনুসন্ধানী প্রতিবেদনে!নিচের লিংক দুটিতে ক্লিক করে ভাইরাল যুবকের সাথে লাকির নতুন প্রেমের ফন্দি আঁট বিষয়ে দেখুন!