সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এক লক্ষ টাকায় সিলেট জেলা এনসিপিতে ডেবিল কাওসার, নেপথ্যে নানা ভাই অ্যাডভোকেট আফজাল নাট্যমঞ্চ সিলেট এর তিন যুগে পদার্পণে আগুণের পরশমণি রোজ কয়টি ডিম খাওয়া নিরাপদ? খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক: মেডিকেল বোর্ড দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের অফিসে আমীরে জামায়াত মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে : খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে অ্যাডভোকেট জামানের আয়োজনে খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের মনোনয়ন বঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বম্ভরপুরের ভাদেরটেক বাজারে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত আওয়ামীলীগ পুনর্বাসনে মরিয়া সিলেট এনসিপির মহানগরের আহবায়ক আফজল

এক লক্ষ টাকায় সিলেট জেলা এনসিপিতে ডেবিল কাওসার, নেপথ্যে নানা ভাই অ্যাডভোকেট আফজাল

সিলেট প্রতিনিধি
আপডেট : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

সিলেটের এনসিপির পদপদবী নিয়ে বাণিজ্যের অভিযোগ  উঠেছে। সদ্য ঘোষিত মহানগর আহবায়ক কমিটির আহবায়ক নানা ভাই খ্যাত অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালের বিরুদ্ধে এ অভিযোগ দীর্ঘ দিনের। গোলাপগঞ্জের চিহ্নিত ডেবিল উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক কাওসার হোসেন ১ লক্ষ টাকার বিনিময়ে এনসিপির সিলেট জেলা কমিটির পদ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আর নেপথ্যে থেকে কাজ করেছেন অ্যাডভোকেট আফসাল।

সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলার আসামী জেলা এনসিপির সদস্য হয়েছে। অভিযুক্ত এই সদস্য হলেন মোঃ কাওসার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য ঘোষিত সিলেট জেলা কমিটির সদস্য তিনি। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা ছাড়াও প্রতারণা, ধর্ষণ, বলৎকার, ছিনতাই, চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি একাধারে বাস্তুহারা লীগ গোলাপগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদকও। চব্বিশের পট পরিবর্তনের পর কাওসার হোসেন প্রথমে নিজেকে জামায়াতের সমর্থক বলে পরিচয় দিতেন। বাস্তুহারা লীগ ছেড়ে জামায়াতে যোগদান করতে না পেরে কৌশলে তিনি এনসিপির জেলা কমিটির সদস্য হয়েছে। তার মামলার একজন আইনজীবীর মাধ্যমে তিনি এ পদে এসেছেন বলে জানিয়েছেন।
কাওসার হোসেনের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা করেছেন জুলাই যোদ্ধা একলিম উদ্দিন। মামলা নং- ১৯৬/২৪। এছাড়া অপর আহত কামরান হোসেন বাদী হয়ে আরেকটি মামলা করেছেন কাওসারের বিরুদ্ধে। এই মামলায় সে ৮ নং আসামী। মামলা নং- ৩৭৩/২৪। বৈষম্য বিরোধী মামলা ছাড়াও রয়েছে চেক ডিজ অনার, প্রতারণা, ২১১ ধারার মামলা, মোটর সাইকেল চুরি, ছিনতাইসহ ১৫টি মামলা। এর মধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। বর্তমানে সে পলাতক। পলাতক থাকাবস্থায় এনসিপির প্রোগ্রামে রোববার সিলেট শহীদ মিনারে ও মিছিলে সামনের সারিতে তার উপস্থিতি দেখা যায়।
সিলেট জেলা এনসিপির সদস্য সচিব প্রকৌশলী কামরুল বলেন, কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে। কাওসার হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতা পেয়েছি। শীঘ্রই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজকের প্রোগ্রামে সে এসেছে। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি না।


এই ক্যাটাগরীর আরোও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর